ফারদিন আত্মহত্যা করেছেন, এবার জানাল র‌্যাব

  © সংগৃহীত

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন।

“ডেমরার সুলতানা কামাল সেতু থেকে তিনি স্বেচ্ছায় লাফ দিয়েছেন। গত ৪ নভেম্বর বিকেল থেকে নিখোঁজের পর সেদিন রাত ২ টা ৩৪ মিনিটে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে তিনি মারা গেছেন।”

আজ বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ তথ্য জানান তিনি।

এর আগে সন্ধ্যা ৬টায় ফারদিন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

র‍্যাবের দাবি, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ফুটপ্রিন্টসহ অন্যান্য সব আলামত বিবেচনায় নিয়ে তদন্তে এমনটিই বেরিয়ে এসেছে। র‍্যাব আরও বলছে, ফারদিনের মরদেহ উদ্ধারের পর দায়ের করা মামলায় তদন্ত চলছে। ফারদিনের মৃত্যু সংক্রান্ত অন্য কোনো সূত্র/আলামত পাওয়া গেলে, তবে তা বিবেচনায় নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।


সর্বশেষ সংবাদ