পুলিশ সদস্যের স্ত্রীর লাশ ঝুলছিল বাড়িতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১০:৪১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঝুলন্ত অবস্থায় ইরা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) রাতে উপজেলার সিঙ্গারটেক গ্রামে তাঁর বাবার বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ কনস্টেবল দেওয়ান হোসেন আলীর স্ত্রী ইরা। তার বাবার নাম আব্দুল মান্নান।
আরো পড়ুন: পুলিশকে বাঁশ দিয়ে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইরা সিঙ্গারটেক গ্রামে বাবার বাড়িতে থাকতেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। এক বছর আগে চিত্রকোটের পুলিশ কনস্টেবল দেওয়ান হোসেন আলীর সঙ্গে বিয়ে হয় তাঁর। আশুলিয়ার শিল্প পুলিশে কর্মরত রয়েছেন হোসেন আলী। এ জন্য ইরা বাবার বাড়িতেই থাকতেন।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাছির উদ্দীন শেখ বলেন, ইরার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এটি হত্যা না আত্মহত্যা তা প্রতিবেদন পেলে বলা যাবে।