ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাঙলা কলেজ ছাত্রীর মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১২:২৬ AM , আপডেট: ২৪ অক্টোবর ২০২২, ১২:৫০ AM
ইভটিজিং, হেনস্তা ও টাকা আদায়ের অভিযোগ এনে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাঙলা কলেজের এক ছাত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বনানী থানায় এই মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন— সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বনানী থানা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হাসান শুভ, তিতুমীর কলেজের শিক্ষার্থী সাব্বির হাসান রাতুল (২৫), রাশেদুল ইসলাম সামি (২৪), মো. মেহেরাব হোসাইন ইকরাম (২৪) ও সৈকত সম্রাট। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার নুরে আযম মিয়া। তিনি জানান, বাঙলা কলেজের হেনস্তার শিকার এক ছাত্রী মামলার জন্য অভিযোগ জমা দিয়েছেন। আমরা যাচাই-বাছাই করে মামলা রেকর্ড করেছি। মামলা নম্বর ৩৪। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩৮৬ ধারায় মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব।