বুয়েটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম সোহেল (৩৮)। তিনি পেশায় ব্যবসায়ী। আহত হয়েছেন সালাউদ্দিন (৪০) নামে আরেকজন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ ভূঁইয়া জানান, পলাশী থেকে বকশীবাজারের দিকে যাচ্ছিলেন সোহেল ও সালাউদ্দিন। বিপরীত দিক থেকে উল্টো রাস্তা দিয়ে যাচ্ছিল ট্রাক। বুয়েট-শহীদ মিনার সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাকটি। এতে দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

তিনি জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার রুস্তমপুর গ্রামে। সোহেলের বাবার রওশন আলী। তারা দুজন প্রতিবেশী। গার্মেন্টসের ঝুট ব্যবসা করেন তারা। গত রাতে সাভার থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, সোহেলের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর সালাউদ্দিনকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।


সর্বশেষ সংবাদ