ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, মিরাজের বদলে একাদশে মেহেদী

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে বড় জয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ–নির্ধারক। ফলে, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের জন্য একমাত্র সিরিজ জয়ের সুযোগও।

আজও টস জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। তবে আজ শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদী হাসান এসেছেন। আর মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকসানা, জেফ্রে ভেন্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!