সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন, যা জানা গেল

সাকিব ও শিশির
সাকিব ও শিশির   © সংগৃহীত

পরিবার-পরিজনের সঙ্গে সহজলভ্য যোগাযোগ, যেকোনো তথ্য সহজে পাওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের বিকল্প নেই। তবে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও সোস্যাল মিডিয়ার ভূমিকা অনেক বেশি। সাম্প্রতিক সময়ে অনেক গুজব ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এই মাধ্যম বড় ভূমিকা রেখেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরেও একটি বিষয় ছড়িয়েছিল। বোধহয়, সাকিব বলেই বিষয়টি আরো বেশি চাউর হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব এবং উম্মে আহমেদ শিশিরের বিবাহ বিচ্ছেদের খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সূত্র বলছে, বিষয়টি সত্য নয়, এটি কেবলই গুজব। তাদের মধ্যে এমন কিছু মোটেই ঘটেনি। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে লম্বা সময় ধরেই দূরে রয়েছেন সাকিব। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারত সফরে লাল-সবুজের জার্সিতে খেলেছেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটকেও বিদায় জানানোর ইচ্ছে ছিল সাকিবের। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনে শেষমেশ তা হয়ে উঠেনি।

ছাত্র-জনতার আন্দোলনে দেশের সব শ্রেণী-পেশার মানুষ সবর হলেও নিরবতায় ছিলেন সাকিব। এমনকি সে সময়ে তার কিছু কর্মকাণ্ডে তীব্র সমালোচনাও হয়েছিল। আর রাজনৈতিক পটপরিবর্তনে সংসদ সদস্য পদও হারান সাকিব। এরপর আর দেশে ফেরা হয়নি তার।

এর মাঝে হত্যা মামলার খড়গ, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করাসহ নানান ঘটনায় পরিস্থিতি ক্রমশ ঘোলাট হয় সাকিবের। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকছেন সাকিব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence