রাগ সামলাতে না পেরে গ্যালারিতে মাহমুদউল্লাহ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৭ PM
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) 'অলিখিত ফাইনালে' আবাহনীর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে মোহামেডান। এতে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল দলটি।
তবে এদিন হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে মিস্টার সাইলেন্টখ্যাত এই ক্রিকেটারকে দর্শকদের দিকে তেড়ে যেতে দেখা যায়।
প্রায় দেড় দশকের বেশি সময় ধরে ঘরোয়া এই টুর্নামেন্টে শিরোপার দেখা পায়নি মোহামেডান। এবার শিরোপার দ্বারপ্রান্তে গিয়ে অল্পের জন্যে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এমন পরিস্থিতিতে রিয়াদ যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গ্যালারি থেকে তাকে কিছু একটা বলেন দর্শকরা। এতেই তেলেবেগুনে জ্বলে উঠে গ্যালারির দিকে তেড়ে যান রিয়াদ।
এই ঘটনার ভিডিওতে দেখা যায়, মোহামেডানের কর্মকর্তারা রিয়াদকে দর্শকসারিতে আটকে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন এবং সেখান থেকে নামিয়ে নিয়ে আসছেন।