বিজয়-সাদমানের জুটিতে উজ্জ্বল সূচনা বাংলাদেশের

বিজয়-সাদমানের জুটিতে উজ্জ্বল সূচনা বাংলাদেশের
বিজয়-সাদমানের জুটিতে উজ্জ্বল সূচনা বাংলাদেশের   © সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেওয়ার পর ওপেনিং জুটিতেও সম্ভাব্য সেরা সূচনা পেয়েছে টাইগাররা। কোন উইকেট না হারিয়েই ১০৫ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে কেবল এক বল টিকেছে জিম্বাবুয়ের ইনিংস। মুজারাবানিকে আউট করে দিয়ে ২২৭ রানে জিম্বাবুয়েকে থামিয়ে দেন তাইজুল। ১৬ বলে ২ রান করে আউট হন এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে ৬০ রান খরচায় ৬ উইকেট নেন তাইজুল। এ ছাড়া নাঈম হাসান দুটি এবং তানজিম সাকিব একটি উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে নেমে বেশ সাবলীল ছিলেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়। প্রায় ৩ বছর পর রাজকীয় ফরম্যাটে খেলতে নামা বিজয় ভালোই ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তাদের কার্যকরী ব্যাটিংয়ে ১২ ইনিংস পর ৫০ ছুঁয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। 

দায়িত্বশীল ব্যাটিংয়ে মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফিফটি স্পর্শ করেছেন সাদমান। আরেক ওপেনার বিজয়ও হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন। সবমিলিয়ে তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শুরুর সেশনটা বেশ আলো ঝলমলে কাটিয়েছে বাংলাদেশ। তাদের জাদুতে ৩২ ইনিংস পর টেস্টে ওপেনিংয়ে একশ ছুঁয়েছে বাংলাদেশ।

২৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান নিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে টাইগাররা। ৯১ বলে ৬৬ রান করে অপরাজিত সাদমান। আর ৬৫ বলে ৩৮ রান করে ক্রিজে রয়েছেন বিজয়। প্রথম ইনিংসে এখনও ১২২ রানে এগিয়ে জিম্বাবুয়ে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!