৪ রানে ফিরলেন মুশফিক, চা বিরতিতে বাংলাদেশ

মুশফিক
মুশফিক   © সংগৃহীত

সিলেট টেস্টে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে দুই অঙ্কের কোটা পেরানোর আগেই ফেরার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্তেই আটকে রইলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার বিদায়ের পরই চা-বিরতিতে গেছে দুই দল। চা বিরতির আগে ৪১ দশমিক ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান, লিড ৭৩ রানের। ৪৪ রানে ক্রিজে আছেন নাজমুল।

মঙ্গলবার (২২ এপ্রিল) বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন। প্রাকৃতিক এই নিয়ামকের বাধার পর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় মুজারাবানির শর্ট বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়ে ৬৫ বলে ৩৩ করে ফেরেন জয়। 

এরপর উইকেটে এসেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত। রিচার্ড এনগারাভার করা ২৩তম ওভারে ৪টি চার হাঁকান। তার  আগ্রাসী মনোভাবেই লিডের দেখা পায় স্বাগতিকরা। এতে ২৪ ওভারে তিন অঙ্ক ছুঁয়ে যায় বাংলাদেশের রান।

তবে ফিফটির সম্ভাবনা জাগিয়ে ফেরেন মুমিনুল হক। দলীয় ১৩৮ রানে ৮৪ বলে ৪৭ রান করে ভিক্টর নিয়াউচির শর্ট ডেলিভারিতে ফেরেন টাইগার এই ব্যাটার। মুশফিক-ও উইকেটে থিতু হতে পারেননি। ২০ বল খেলে ব্যক্তিগত ৪ রানে প্রথম স্লিপে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশি। সবমিলিয়ে দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে বাংলাদেশ। ২৮ দশমিক ৪ ওভারের খেলা হয়েছে এই সেশনে।

এর আগে, সিলেট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল সফরকারীরা। স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুটিয়ে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করেছিল রোডেশিয়ানরা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই তাদের চেপে ধরে টাইগাররা। দ্বিতীয় সেশনে লিড নিলেও খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে প্রথম ইনিংসে থেমেছে জিম্বাবুয়ে, লিড ছিল ৮২ রানের।


সর্বশেষ সংবাদ