বাংলাদেশের বিপক্ষে রেকর্ড সংগ্রহ আয়ারল্যান্ডের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:০৯ PM

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের বোলাররা। তবে গেল ম্যাচের সেই দাপট জিইয়ে রাখতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ধীরে চলো নীতিতেই রেকর্ড গড়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছে আইরিশ নারীরা।
রোববার (১৩ এপ্রিল) লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আইরিশরা। এর আগে, টাইগ্রেসদের বিপক্ষে সর্বোচ্চ ১৯৩ রান তুলেছিল আইরিশরা। তবে আইরিশদের বিপক্ষে সর্বোচ্চ ২৫২ রান তোলার নজির আছে বাংলাদেশের। গত বছর নভেম্বরে মিরপুরে এই রান তুলেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। শুরুতেই সারাহ ফোর্বসকে (৪) হারিয়ে ফেলে তারা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরু ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন গ্যাবি লুইস ও আমি হান্টার। গ্যাবিকে ২৪ রানে ফিরিয়ে ৫০ রানের এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। এরপর হান্টার-ও বেশিক্ষণ উইকেট থিতু হতে পারেননি। ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন অরলা ও লাউরা। তবে ৪১ রানে অরলাকে ফিরিয়ে ৮৯ বলে ৭২ রানের জুটি ভাঙেন রাবেয়া।
এরপর ৫৫ বলে ফিফটি ছুঁয়ে বড় পুঁজির ইঙ্গিত দিচ্ছিলেন লাউরা। তবে ৭৫ বলে ৬৩ রানে তার বিদায়ের পর বাকিরা লড়াইটা সেভাবে জিইয়ে রাখতে পারেননি। শেষদিকে ১৭ বলে ২৪ রানের ক্যামিওতে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আরলেন কেলি।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া। এ ছাড়া ৮ ওভারে ৫০ রান দিয়ে ফাহিমা দুটি এবং একটি উইকেট শিকার করেন জান্নাতুল।