পাকিস্তানের উমর গুলকে কোচ করতে চায় বিসিবি

উমর গুল
উমর গুল  © সংগৃহীত

উমর গুল, পাকিস্তান ক্রিকেটের এক কিংবদন্তি। যিনি ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দিয়েছেন তার বোলিং জাদু। ১৬৩টি টেস্ট, ১৭৯টি ওয়ানডে ও ৮৫টি টি-টোয়েন্টি উইকেট—এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি এক আবেগের, এক কষ্টের, এক সাফল্যের গল্প। প্রতিটি বলের সঙ্গে ছিল তার ত্যাগ, সংগ্রাম, আর হৃদয়ের গভীরতা। এখন ক্রিকেটের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়ে, তিনি কোচিংয়ের পথে পা রেখেছেন। পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে তার অভিজ্ঞতা এবং আফগানিস্তান দলের বোলিং কোচ হিসেবেও তার অবদান—এসবই তার দক্ষতার মুকুটে নতুন পালক। এখন, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ ক্রিকেটে তার পদচিহ্ন রেখেই পেস বোলারদের পরিণত করা সম্ভব।

অন্যদিকে শন টেইট, অস্ট্রেলিয়ার খ্যাতিমান পেসা। যিনি পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে নিজের সুনাম তৈরি করেছেন। তার অভিজ্ঞতা আর দক্ষতা নতুন এক মাত্রা যোগ করে। একদিকে উমর গুলের নিখুঁত বোলিং কৌশল, অন্যদিকে শন টেইটের আন্তর্জাতিক পর্যায়ের গভীর অন্তর্দৃষ্টি—এই দুটি মেধার সংমিলন যেন বাংলাদেশের পেস বোলিংকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে।

এটি কেবল একটি কোচ নিয়োগের কাহিনি নয়, বরং বাংলাদেশের ক্রিকেটে নতুন একটি অধ্যায়ের সূচনা। যেখানে উমর গুলের মতো অভিজ্ঞ একজন কোচ, বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে সেরা করে তুলতে পারেন। আর শন টেইটের মতো কিংবদন্তি তার অভিজ্ঞতার ঝুলি দিয়ে এই যাত্রাকে আরও শক্তিশালী করতে পারেন। ক্রিকেট মাঠে এই যাত্রা শুধু সাফল্যের গল্প হবে না বরং এটি এক মহাকাব্যিক যাত্রা হবে। যেখানে প্রতিটি বলের সঙ্গেই জয়ের নতুন কাব্য রচিত হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে পেস বোলিং বিভাগে। তাসকিন আহমেদ ও নাহিদুল ইসলাম রানা এখন বিশ্বের অন্যতম সেরা পেসারদের তালিকায় নিজের স্থান পাকা করতে চলেছেন। এই উন্নতির ধারাকে আরও শক্তিশালী করতে এবং তাদেরকে পরিণত বোলার হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার উমর গুলকে কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পাকিস্তান তাদের একাধিক সূত্রের বরাত দিয়ে এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বোলিং কোচের জন্য বেশ কয়েকজনের মধ্যে পাকিস্তানের সাবেক পেস কিংবদন্তি উমর গুলের নাম গুরুত্বের সাথে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ, বর্তমানে দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কাজ নিয়ে কিছুটা অস্বস্তিতে আছে বিসিবি। আর এই কারণেই তাকে বদলানোর পরিকল্পনা করছে তারা।

সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুল পেস বোলিং কোচের পদে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে আসছেন। তার পাশাপাশি, অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকেও এই দায়িত্বের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে।

বর্তমান পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে বদলানোর সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বিসিবি তার কাজের প্রতি সন্তুষ্ট নয়। নিউজিল্যান্ডের এই সাবেক পেসার বর্তমানে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও, বিসিবি আর তাকে নতুন করে চুক্তিতে আগ্রহী নয়। এই পরিস্থিতিতে, নতুন পেস কোচ নিয়োগের জন্য বিসিবি এখন গুলের মতো অভিজ্ঞ বোলিং কোচের দিকে নজর দিয়েছে।


সর্বশেষ সংবাদ