পিএসএলে খেলা নিয়ে যা বলছেন নাহিদ রানা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM

মাত্র এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন। সবমিলিয়ে ১০টি ম্যাচই খেলেছেন, তবে এরই মধ্যে তারকাখ্যাতি পেতে শুরু করেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।
গতির ঝড়ে ক্রিকেট বিশ্বের নজরও কেড়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে ডাক পেয়েছেন এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলার অনুমতি দেওয়ার গুঞ্জনও উঠেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে একটি সেলুন উদ্বোধন করতে গিয়েছিলেন নাহিদ। সেখানে পিএসএলে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএলের মতো একটি বড় টুর্নামেন্টে চান্স পেয়েছি, আমার অনুভূতি অবশ্যই ভালো। সেখানে যদি খেলার সুযোগ পাই তাহলে নিজের সেরাটাই দেবো।’
জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠলেও নিজ এলাকায় পুরোনো নাহিদই আছেন বলে জানান তিনি, ‘দেখুন আমি তাদের কাছে ছোট থেকে যে নাহিদ রানা ছিলাম, এখনও তেমনই আছি। আমার মধ্যে না কোনো পরিবর্তন আসছে, না তারাও পরিবর্তন হয়ে গেছে। একেবারে স্বাভাবিক আছি। আগে যেরকম ছিলাম এখনও সেরকম আছি।’
২২ বছর বয়সী এই পেসার, ‘আমি চাঁপাইনবাবগঞ্জের একজন সেহেতু অবশ্যই আমার পরিকল্পনা আছে। কোচ বা এখানকার ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তাদেরকে নিয়ে বসে এই বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ। এ ছাড়া জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ভাগ্য লাগে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ওপরওয়ালারও ইচ্ছা লাগে। এটা বলে দেওয়া যায় না যে, এভাবে খেলে জাতীয় দলে চান্স পাওয়া যায়। তাই আমাদের প্রতিটা দিন এমন কিছু করতে হবে এবং যাতে নিজের তৃপ্তি আসে যে আমি আজকে কিছু করতে পারছি।’
জাতীয় দলে অভিষেকের পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন চাঁপাই-এক্সপ্রেস খ্যাত এই পেসার। সেই ধারাবাহিকতায় পিএসএলে ডাক পেয়েছেন। ড্রাফট থেকে নাহিদকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। সবকিছু ঠিক থাকলে বাবর আজম-সাইম আইয়ুবদের মতো তারকাদের সঙ্গে একই দলে এই পেসারকে দেখা যাবে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল, এজন্য ইতোমধ্যেই বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন নাহিদ।