‘তামিম ধূমপায়ী, তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না’
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৪:৩৩ PM

হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালেই রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে ঈদের আগেই তারকা এই ক্রিকেটার বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডা. শাহাবুদ্দিন তালুকদার অবশ্য সংবাদ সম্মেলনে রীতিমত বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, ধূমপানে অভ্যস্ত তামিম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, ‘এখন যেটা হবে, সেটা হলো রিহ্যাবিলিটেশন। রিস্ক ফ্যাক্টর মিটিগেশন, ওর যে রিস্কগুলো আছে। হি ইজ আ স্মোকার। হি হ্যাভ টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্মোকিংটা হঠাৎ করে ও ছাড়তে…, প্রথমে তো ও বলেছিল আমি ছাড়তেই পারব না।
অন্যদিকে সাবেক এই অধিনায়ককে ধূমপানের বিকল্প ব্যবস্থাও ‘ভেপও’ নিতে নিষেধ করেছেন ডাক্তার। তার ভাষ্যমতে, ‘পরে বললো আস্তে আস্তে ছাড়বো, ভেপ নেবো। আমি বললাম না, ভেপ-ও নিতে পারবে না। ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম আমরা দিই, হি এক্সেপ্ট ইট এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা এলাউ করতেছি না। কারণ, এই সিগারেট খাইলে আবার উনার যে সমস্যাটা হইছিল, ভিটিপি; আবার হতে পারে।’
সংবাদ সম্মেলনে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদও উপস্থিত ছিলেন। এ সময় তিনি জানান, শিগগিরই বাসায় ফিরতে পারবেন তামিম।
আরিফ মাহমুদ বলেন, ‘তামিম ভালো আছেন, সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। আজকে (স্যার) দেখার পর সিসিইউ থেকে তাকে রুমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে এক বা দুইদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তিনি বাসায় যেতে পারবেন।’