আমাদের বলা হয়েছিল তামিম আর বেঁচে নেই: আকরাম

তামিম ইকবাল-আকরাম খান
তামিম ইকবাল-আকরাম খান  © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন তামিম ইকবাল, পরিবারের সদস্যরা এমনটাই জানতেন। তবে হঠাৎ করেই ফোন এলো আকরাম খানের কাছে। তাকে জানানো হলো- তামিম আর বেঁচে নেই। তবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ভাতিজার ফেরা নিয়ে বেশ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম। এবার এর কারণ-ও স্পষ্ট করলেন।

গত ২৪ মার্চ ডিপিএলে টসের পরপরই হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। একইদিনে দুই দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। আর এমন পরিস্থিতি থেকে তার বেঁচে ফেরাও অনেকের কাছেই কাকতালীয়।

এ নিয়ে আকরাম বলেন, 'যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো, তামিম আর বেঁচে নেই। এটা কল্পনা করতে পারিনি। কোনদিন ভাবিওনি, এ ধরনের খবর শুনব। এত অল্পবয়সী ছেলের মতো। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছে, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে।'

তিনি আরও বলেন, 'স্পোর্টসের সাথে থাকা লোক, যে অসুস্থ হওয়ার আগের ১০ দিনে দুটা সেঞ্চুরিও করেছে… কল্পনা করা যায় না। আমার সাথে সবাই খুব আপসেট হয়েছেন।' 

এদিকে তামিমের সুস্থতার জন্য চিকিৎসকদের প্রচেষ্টার পাশাপাশি ভক্ত-সমর্থকদের দোয়ারও কৃতিত্ব দেখছেন আকরাম খান। তার মতে, 'তামিম যে জায়গা থেকে ফিরে এসেছে, আপনাদের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না। প্রচুর কল-ম্যাসেজ পাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাল ডাক্তারের সাথেও কথা হয়েছে- এ ধরনের রোগী ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে। আল্লাহ রহমতে ও ফিরে এসেছে।' 

আকরাম বলেন, 'এখন সে পর্যবেক্ষণে আছে। আরও ২-৩ দিন এই অবস্থায় থাকলে বাসায় নিয়ে আসতে পারব। যে চিকিৎসা হওয়ার তো হয়ে গেছে। তবে যত দ্রুত সম্ভব পারিবারিক সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে নিয়ে পরীক্ষানিরীক্ষা করাব। দুশ্চিন্তা রাখতে চাচ্ছি না।'


সর্বশেষ সংবাদ