সাব্বির-ইরফানের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৮:২৭ PM

ওপেনার সাব্বির হোসেন ও অধিনায়ক ইরফান শুক্কুরের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক জয়ে টেবিলের চতুর্থস্থানে উঠল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
সোমবার (২৪ মার্চ) লিগের অষ্টম রাউন্ডে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। ফলে, ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে অগ্রণী ব্যাংককে টপকে চতুর্থস্থানে উঠল প্রাইম ব্যাংক। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে অগ্রণী ব্যাংক।
এদিন সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৭ চার ও ৫ ছক্কায় ১২১ বলে ১০২ রান করেন সাব্বির। অন্যদিকে ৮ চার ও ৪ ছক্কায় ৯৪ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শুক্কুর। এ ছাড়াও মোহাম্মদ নাইম ৩২, জাকির হাসান ২৬ ও শাহাদাত হোসেন অপরাজিত ৪৮ রান করেন।
জবাবে অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরি সত্ত্বে ৪৭ দশমিক ৩ ওভারে ২৮৭ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। ৩২ রানে প্রথম উইকেট হারানোর সাদমান ইসলামকে নিয়ে ১৭১ রানের জুটি গড়েন ইমরুল। ৩৫তম ওভারে দলীয় ২০৩ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সাদমান যখন আউট হন, তখনও জয়ের ভালো সম্ভাবনা ছিল অগ্রণী ব্যাংকের। কিন্তু ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ইমরুল আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে অগ্রণী ব্যাংক। শেষপর্যন্ত ১৫ বল বাকি থাকতে ২৮৭ রানে গুটিয়ে যায় তারা।
৬ চার ও এক ছক্কায় ৬৮ রান করেন সাদমান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪তম সেঞ্চুরির ইনিংসে ১১ চার ও ৪ ছক্কায় ১১৫ বলে ১১৬ রান করেন ইমরুল।