জিদনি হত্যার ১০ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ, শিক্ষার্থীদের বিক্ষোভ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১১:৩২ AM
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের ছাত্র মো. জিদনি মিয়া (১৮) হত্যার দশ দিন অতিবাহিত হলে ও ঘটনার সাথে জড়িত কোন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। হত্যার সাথে জড়িত ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। পরে কলেজ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নিহত জিদনীর বোন ও মামলার বাদী ময়না আক্তার, পারভীন আক্তার, চাচী নাহিদা আক্তার, মতিউর রহমান, মাফিউল ইসলাম শুভ, মনিরুল ইসলাম নয়ন, সৌরভ শাহ, রিপন, মোয়াজ্জেম হোসেন জিয়াদ, ইয়াছিন মীর,সিহাব শাহ, নৌশাদ লিমন প্রমুখ। বিক্ষোভ মিছিলে নিহত জিদনির স্বজনগণও অংশ গ্রহণ করেন।
জানা গেছে, নিহত জিদনির তিন ভাই প্রবাসে থাকেন। চরিয়াকোনা গ্রামের রতন মিয়ার ছেলে ফয়সাল আত্মীয়তার সুযোগে বিশেষ প্রয়োজনে নিহতের ভাই প্রবাসী ছালামিনের নিকট বেশ কিছু দিন পূর্বে ৫০হাজার টাকা ধার নেন। সম্প্রতি ছালামিন প্রবাস থেকে বাড়িতে আসার পর ফয়সালের নিকট পাওনা টাকা ফেরত চায়। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এতে ফয়সাল টাকা না দিয়ে উল্টো এর প্রতিশোধ নেয়ার হুমকি দেন।
গত ৫ জুন দিবাগত রাতে জিদনি তার বাড়ির পাশে আল্লাদু পাগলার মাজারে গান শুনারত অবস্থায় দেখে ফয়সাল ও তার সঙ্গীরা জিদনিকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে পালিয়ে যান।ঘটনার স্থল থেকে জিদনিকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বোন ময়না আক্তার ৯ জনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাদিন আছে। জেলা গোয়ান্দা শাখা ও কটিয়াদী থানার পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে । দ্রুত সময়ে আসামি গ্রেপ্তার হবে।