প্রথমবারের মতো মোবাইল অ্যাপে সোহরাওয়ার্দী কলেজের সকল সেবা
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৫ PM
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল সেবা এখন থেকে পাওয়া যাবে মোবাইল অ্যাপে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের চাহিদা ছিল একটি আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা; যা পাওয়া যাবে ঘরে বসে এবং হাতের মুঠোয়। তারই ধারাবাহিকতায় এবার মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে সোহরাওয়ার্দী কলেজের সকল সেবা।
রবিবার (২৭ এপ্রিল) অভিভাবক সমাবেশে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, আমাদের একটি অ্যাপ চালু করার কথা ছিল এবং কলেজের অ্যাপটিতে একজন ছাত্রের সকল ইনফরমেশন যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি চাহিদা ছিল কলেজের একটি ওয়েবসাইটের। সেই কাজ চলমান আছে। তবে তার মধ্যেই নিজস্ব অ্যাপ নিয়ে আসা হয়েছে।
এছাড়াও এ অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের নিজস্ব প্রোফাইল, আবেদন ও ভর্তি কার্যক্রম, প্রতিষ্ঠানের সকল ফি পেমেন্ট, দেশের সকল ব্যাংকে একটি প্লাটফর্মে শুক্র ও শনিবার সবসময়ই পেমেন্ট করা যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।