গভর্নিং বডি ও এডহক কমিটিতে পেশাজীবীদের জন্য উন্মুক্ত হল দরজা
বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবীদের মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকার কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার এবং আইনজীবী মনোনীত হতে পারবেন।