সিটি কলেজে ভাঙচুর, দেশবাসীর কাছে বিচার চাইলেন অধ্যক্ষ

গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন সিটি কলেজ অধ্যক্ষ
গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন সিটি কলেজ অধ্যক্ষ  © সংগৃহীত

ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ এনেছেন ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন। তিনি এ অভিযোগ এনে দেশবাসী, পুলিশ, প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব বলেন। 

অধ্যক্ষ বলেন, ‘আজ হঠাৎ করেই এগারোটার সময় কিছু ছাত্র নামের সন্ত্রাসীরা ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করেছে। আমরা ওই হামলার নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ। আমরা সবসময় শিক্ষার্থীদের বলি, তোমরা ছাত্ররা সবাই ভাই-ভাই। গন্ডগোল করো না। মনোমালিন্য হতে পারে তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার ওপর হামলা কখনো কাম্য হতে পারে না।’

গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার ওপর হামলা করা হয়েছিল বলে জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি, ঢাকা জেলা প্রশাসনসহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকলো আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’

এদিকে সংঘাত এড়াতে আগামী ২ দিনের জন্য (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এই ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দুই দিন সব ক্লাস-পরিক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ