দিনাজপুর সরকারি কলেজে দুইদিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত

তারুণ্য উৎসব ২০২৫
তারুণ্য উৎসব ২০২৫  © টিডিসি ফটো

দিনাজপুর সরকারি কলেজে 'তারুণ্য উৎসব ২০২৫' উদযাপন উপলক্ষ্যে দুইদিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে। গত ১৩ জানুয়ারি (সোমবার) সকালে কলেজ শহীদ মিনার মাঠে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম আল আব্দুল্লাহ। মেলায় সহযোগিতা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।  

মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের ডিবেটিং সোসাইটি, পরিবেশবাদী সংগঠন, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা। স্টলগুলোতে উপস্থাপিত হয়েছে: হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, দিনাজপুরের অর্থকরী ফসলের, প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী, বিতর্কের প্রয়োজনীয়তা ও মুক্ত চিন্তার মডেল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি), তারুণ্য উৎসবের অংশ হিসেবে বিভিন্ন কো-কারিকুলার বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।  

এই উৎসব তারুণ্যের শক্তি ও সৃজনশীলতার প্রকাশে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে দিনাজপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।  


সর্বশেষ সংবাদ