মাঝনদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন পানিতে, নিখোঁজ এক

মাঝনদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন পানিতে
মাঝনদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন পানিতে  © সংগৃহীত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আরও চারটি যানবাহনসহ নদীতে পড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বক্তাবলী সংলগ্ন মাঝনদীতে এই চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ভ্যানচালক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংপুর ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি বক্তাবলীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরিটি যখন নদীর মাঝখানে পৌঁছায়, তখন পার্কিং অবস্থায় থাকা একটি ট্রাক রহস্যজনকভাবে হঠাৎ স্টার্ট হয়ে সচল হয়ে পড়ে। ট্রাকটি গতি নিয়ে সামনের দিকে এগোতে থাকলে এর সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। শেষ পর্যন্ত ট্রাকটিও নদীতে পড়ে তলিয়ে যায়।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ‘বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ একটি ট্রাক চালু হয়ে যায়।’ এ সময় ট্রাকটি ছাড়াও সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নৌ-পুলিশ জানিয়েছে, নদীতে পড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে এবং ট্রাকটি কেন হঠাৎ সচল হলো তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!