রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

দুটি মাথা নিয়ে জন্ম নেওয়া শিশু
দুটি মাথা নিয়ে জন্ম নেওয়া শিশু  © টিডিসি

রাজশাহীতে দুটি মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে আছে।

শিশুটির মায়ের নাম সুমাইয়া খাতুন, বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রসববেদনা শুরু হলে সুমাইয়াকে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শিশুটির জন্ম দেন। চিকিৎসকেরা শিশুটিকে দেখার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে আছে।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন কলেজে কত আসন, জেনে নিন

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় জানান, এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির শরীর একটি হলেও মাথা দুটি, যার কারণে চারটি চোখ, চারটি কান, দুটি নাক ও দুটি মুখ রয়েছে। 

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল এবং বর্তমানে শিশুটির জীবন বাঁচানোই চিকিৎসকদের প্রধান লক্ষ্য। সে অনুযায়ী চিকিৎসা চলছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!