মহানগর কমিটি নিয়ে অসন্তোষ, রাজশাহীতে বিএনপির মানববন্ধন

মহানগর বিএনপি কমিটির বাতিলের দাবিতে মানববন্ধন
মহানগর বিএনপি কমিটির বাতিলের দাবিতে মানববন্ধন  © সংগৃহীত

রাজশাহী মহানগর বিএনপি কমিটির বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, বর্তমান আহ্বায়ক কমিটি মেরুদণ্ডহীন ও সাংগঠনিকভাবে অকার্যকর। অভিযোগ করে তারা বলেন, এই কমিটির অধিকাংশ সদস্য আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও সুবিধাভোগী। এমনকি নেতৃত্বে থাকা কেউ কেউ আওয়ামী আমলে কোনো মামলার সম্মুখীন হননি, কারাবরণও করেননি। তাই তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ এবং বিএনপির আদর্শিক লড়াইয়ের সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা এই কমিটিকে ‘নব্য আওয়ামী আহ্বায়ক কমিটি’ আখ্যা দিয়ে বলেন, ত্যাগী, পরীক্ষিত এবং আদর্শনিষ্ঠ নেতাকর্মীদের বাইরে রেখে যারা দলে অনুপ্রবেশ ঘটিয়েছেন, তারা মূলত বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত।

তাদের দাবি, বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। ফলে তাদের আর কোনো সাংগঠনিক অধিকার নেই। তাই দ্রুত নতুন একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করতে হবে, যেখানে থাকবেন পরীক্ষিত ও ত্যাগী নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মো. শওকত আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী আনসার, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি মো. মাসুদ, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল হক হারু, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, এবং শাহ মখদুম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি প্রমুখ।

বক্তারা আরও বলেন, যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপিকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে এখনই অবস্থান নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে তারা রাজনৈতিক সন্ত্রাস ও দমন-পীড়নের অভিযোগ তুলে এসব অপরাধে জড়িত আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে শাস্তির দাবি জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence