পিরোজপুরে বিশুদ্ধ পানির তীব্র সংকট, জনজীবন বিপর্যস্ত

পানির জন্য পৌরবাসীর দীর্ঘ লাইন
পানির জন্য পৌরবাসীর দীর্ঘ লাইন  © টিডিসি

পিরোজপুর পৌরসভায় বিশুদ্ধ পানির সংকটের ফলে জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। বলেশ্বর নদীর নাব্যতা সমস্যার কারণে পৌর এলাকায় পানির চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। 

জানা গেছে,  ১৯৮৩ সালে পিরোজপুরের জনগণের পানির চাহিদা মোকাবেলার জন্য পানি শোধনাগার স্থাপন করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম। সাত হাজার পরিবারের পানির প্রয়োজন হলেও, পানি পাচ্ছেন মাত্র তিন হাজার পরিবার। পৌরসভায় প্রতি ঘণ্টায় ১০ লাখ লিটারের পানির প্রয়োজন হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র দুই থেকে তিন লাখ লিটার। 

বুধবার (৭ মে) সরেজমিনে পৌরসভার অধিকাংশ শহর অঞ্চলে দেখা যায়, পৌরসভার পানির প্রবাহ কার্যকর নয়। নির্ধারিত পানির কলগুলোতে এক ঘণ্টা অপেক্ষা করেও পানির অভাবে হতাশ হয়ে ফিরতে হচ্ছে বহু মানুষকে। এতে কয়েক লক্ষাধিক বাসিন্দার জীবনযাত্রায় সৃষ্টি হয়েছে অচলাবস্থা। 

৫নং ওয়ার্ডের বাসিন্দা হামিদা বেগম ডেইলি ক্যাম্প্যাসকে বলেন, ‘পানি না পেয়ে আমরা অসহায়। খাবার পানি কিনতে বাধ্য হচ্ছি। পানির অভাবে আমাদের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।’

৪নং ওয়ার্ডের শফিকুল হাওলাদার বলেন, ‘প্রতিদিন পানি দেওয়ার কথা থাকলেও আমরা এক ঘণ্টার জন্যও পাই না। দয়া করে সমস্যা সমাধানের ব্যবস্থা করুন।’

পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, ‘নাব্যতা সংকটের কারণে পানি সরবরাহে বাধার সৃষ্টি হচ্ছে। নদীর ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত খননের মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন।’

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. বনি আমিন ডেইলি ক্যাম্পাসকে আশার কথা বলেন, ‘ফ্রান্স সরকারের সহায়তায় একটি প্রকল্পের কাজ চলমান, যা পরিস্থিতির উন্নতি ঘটাবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!