সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় আইনজীবীদের বিক্ষোভ

আইনজীবীদের বিক্ষোভ
আইনজীবীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার এবং সাবেক সরকারের নিয়ন্ত্রিত দলীয় বিচারকদের অপসারণের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা কমিটি।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি ও পিপি এডভোকেট শেখ আব্দুস সাওার। সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, ফোরামের সাবেক সদস্য সচিব এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাধারণ সম্পাদক এড. এএসএম আশরাফুল আলম, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম সেলিম, জিপি এড. অসীম কুমার মন্ডল, বিশেষ পিপি এড. শেখ আলমগীর আশরাফসহ আরও অনেকে।

এছাড়া বক্তব্য রাখেন এড. মো. মোস্তফা জামান, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মো. নুরুল ইসলাম, এড. নুরুল আমিন, এড. মো. জিয়াউর রহমান, এড. সোহরাব হোসেন বাবলু, এড. মিজানুর রহমান বাপ্পী, এড. আবু সাইদ রাজা, এড. ফিরোজ আহমেদ, এড. শাহরিয়ার হাসিব, এড. আরিফুর রহমান আলো, এড. নজরুল ইসলাম ও এড. সাইফুল ইসলাম সোহেল। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আকবর আলী।

বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ। বিচার বিভাগের ক্ষতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়দানের মাধ্যমে গণতন্ত্রকে নস্যাৎ করার অন্যতম রূপকার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যেসব বিচারক দলীয় আনুগত্যে বিচার পরিচালনা করেছেন তাদেরও অপসারণ নিশ্চিত করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence