কক্সবাজারে এসে নিখোঁজ হওয়া সেই ৬ তরুণ টেকনাফে উদ্ধার

নিখোঁজ ৬ তরুণ
নিখোঁজ ৬ তরুণ  © সংগৃহীত

কক্সবাজারে রাজমিস্ত্রির কাজের জন্য এসে নিখোঁজ হওয়া আলোচিত সেই ৬ তরুণকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন। 

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে টেকনাফের রাজারছড়া এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন টেকনাফ থানা পুলিশ। 

এর আগে কক্সবাজারে এসে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ৬ তরুণ। তারা হলেন– লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ইউপি সদস্য ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৪০)।

নিখোঁজ তরুণদের অভিভাবকরা জনিয়েছিলেন, গত ১৫ এপ্রিল কাজের উদ্দেশে তারা কক্সবাজারে যান। এরপর ১৬ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও তার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।


সর্বশেষ সংবাদ