‘ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার’

ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  © টিডিসি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। গতবারের বর্ষার মতো এবার যাতে পানি না জমে, সে জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় যশোরের অভয়নগর উপজেলার ভবদহ ২১ ভেন্ট স্লুইসগেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাড়ির চেচিস আমদানি কমেছে ৯৯ শতাংশ, রাজস্ব আদায়ে বড় ধাক্কা

পানিসম্পদ উপদেষ্টা বলেন, কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ভবদহ জলাবদ্ধ এলাকায় এবার ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্ভব হয়েছে। চার হাজার হেক্টর জমি জলাবদ্ধ থেকে গেছে। গতবারের বর্ষার মতো এবার যাতে পানি না জমে, সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে যেসব সেচপাম্প কাজ করছে, সেগুলোর বিদ্যুৎ বিল ইতিমধ্যে ৪৬ শতাংশ কমিয়েছে পল্লী বিদ্যুৎ। এ এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋনের সুদ মওকুফেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের পাশাপাশি ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধান যাতে হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ২০০৫ সালে ভবদহ সমস্যার সমাধান করা সহজ ছিল, কিন্তু সেসময় সরকার সদিচ্ছা দেখায়নি। বর্তমান সরকার এ সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যেই ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। পক্ষ-বিপক্ষ সবার কাছ থেকে এ ব্যাপারে মতামত নেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের সাথে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ইবির প্রশাসন ভবন অবরোধ শিক্ষার্থীদের, বিভাগের নাম পরিবর্তসহ দুই দাবি

তিনি বলেন, ‘আমরা তিনজন উপদেষ্টা একসঙ্গে ভবদহ এলাকা পরিদর্শনে এসেছি, যাতে ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানে জাতীয় নীতি নির্ধারণী মহলে ঐক্যমত্যে পৌঁছানো সহজ হয়।অন্তত চিরস্থায়ী সমাধানের কাজ আমরা যাতে শুরু করে যেতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে।

এর আগে তিন উপদেষ্টা সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান। সেখান থেকে নওয়াপাড়া মাঠে ধানক্ষেত পরিদর্শনে যান উপদেষ্টারা। পরে সেখান থেকে তারা ভবদহ ২১ স্লুইসগেট পরিদর্শনে যান।


সর্বশেষ সংবাদ