শেরপুরে ৫ কিলোমিটার সড়কে আট এলাকার মানুষের দুর্ভোগ

টিডিসি সম্পাদিত
টিডিসি সম্পাদিত

শেরপুরের শ্রীবরদীতে পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলে অনুপযোগী হওয়ায় দুভোর্গ পোহাচ্ছেন আট এলাকায় স্থানীয় লোকজন। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় উৎপাদিত ফসল ও পণ্য সঠিক সময়ে বিক্রয় করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। রাস্তাটি পাকা করার দীর্ঘদিন ধরে দাবিতে জানিয়ে আসছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালুঘাট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী । এ সময় শতাধিক কৃষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশি হয়ে গেছে। অনেক জনপ্রতিনিধি শুধু আশ্বাসের বাণী শুনালেও মিলেনি রাস্তার কাজ। বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রয় করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।

স্থানীয় যুবক সাজিন সোবহান বলেন, ‘আমাদের এলাকা একটি কৃষিপ্রধান এলাকা। এলাকাটি বাঁশশিল্পের জন্য বেশ পরিচিত। এখানে বাঁশের তৈরি নানা আসবাব তৈরি হয়। এর জন্য বাঁশের গাড়ি পর্যন্ত এলাকায় প্রবেশ করতে পারে না। এর জন্য স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

আলমগীর হোসেন লিটন নামের এক ব্যক্তি বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের দুর্ভোগ না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। কাদায় ডুবে থাকে রাস্তা রাস্তাটি। জিনিসপত্রসহ গাড়ি চার-পাঁচজনে মিলে ঠেলে পাড় করতে হয়। তাই দ্রুত রাস্তা দরকার।

আরও পড়ুন: ইবির প্রশাসন ভবন অবরোধ শিক্ষার্থীদের, বিভাগের নাম পরিবর্তসহ দুই দাবি

স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান স্বপন বলেন, ‘রাস্তা খারাপ থাকাই এই এলাকার অধিকাংশ ছেলেমেয়ের বিয়ে ভেঙে যায়। রাস্তার ব্যাপারে আমরা অনেক জনপ্রতিনিধির কাছে দীর্ঘদিন ধরনা দিয়েও কাজ হয়নি। উপজেলা প্রশাসনের সঙ্গে বহুবার কথা বলেছি কিন্তু কোনো অগ্রগতি নেই। তাই দ্রুত সময়ের মধ্যে এই সড়ক তৈরি হোক এটাই আমাদের দাবি।’

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ‘আমি নিজে সড়কটি পরিদর্শন করেছি। রাস্তাটি সদরের মধ্যে হওয়ার পরও এত বাজে অবস্থা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence