পাঠাগার দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ

পাঠাগারে ব্যানার টানিয়েছে স্থানীয় বিএনপি
পাঠাগারে ব্যানার টানিয়েছে স্থানীয় বিএনপি  © সংগৃহীত

বরগুনার বেতাগীতে শিক্ষার্থীদের জন্য গড়ে ওঠা পাঠাগার দখল করে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির বিরুদ্ধে। দখলের বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির  এক নেতা। তবে উপজেলা প্রশাসন বলছে, বাজারের ঘরটি শিক্ষার্থীদের জন্য খেলাঘর ও পাঠাগার করে দেওয়া হয়েছে। তবে তা দখলে গেলে তা উদ্ধার করা হবে।

জানা গেছে, বেতাগীত উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারের দুই শতাংশ জমিতে থাকা ঘরটি ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতারা দখল করে রেখেছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওই ঘরটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য খেলাঘর ও পাঠাগার করে দেয় উপজেলা ও স্থানীয় প্রশাসন। তবে স্থানীয় বিএনপি ওই ঘরটি দখলে নিয়ে অফিস করেছে।

 এ ছাড়াও ৫ আগস্টের পূর্বে ওই ঘরটি দখল করে রাখে এবং আশপাশের দোকান থেকে মাস প্রতি ভাড়া আদায় করে নিত আওয়ামী লীগের নেতারা। সম্প্রতি এ ঘরটি দখল করে নেয় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও যুবদল, ছাত্রদল। এমনকি খেলাঘর ও পাঠাগারের ব্যানারের জায়গায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ব্যানার টানানো দেখে হতবাক হন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: বাবার অপদস্থ হওয়ার ভিডিও ভাইরাল, চবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস

দখলের বিষয়ে জানে না বলে জানায় উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুকুমার রায় সুব্রত।           

স্থানীয় লোকজন জানান, বিএনপির দখলে নেয়া ওই ঘরের পাশে থাকা কয়েকটি দোকান থেকে মাস প্রতি ভাড়া আদায় করছেন বিএনপির নেতারা। তবে সরকারি জমি, সরকারি ঘরের ভাড়া তাদের কেন দেয়া হয় এমন প্রশ্নের জবাবে দোকানিরা বলেন, ‘না দিয়ে উপায় আছে? কোন দিন আবার তারা দোকান বন্ধ করে দেয়।’

আবির নামে এক শিক্ষার্থী বলেন, ‘এই ঘর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের খেলাঘর ও পাঠাগার উদ্বোধন করে দেয়। এখন তারা জোরপূর্বক ঘরটি দখল করে বিএনপির অফিস করেছেন। আমরা এখানে বসতেও পারি না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, ‘এই ঘর শিক্ষার্থীদের জন্য পাঠাগার ও খেলাঘর করার জন্য দেয়া হয়েছিল। এখন জানতে পারলাম কোনো একটি দল এটা দখল করে অফিস করেছেন। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির গাজী বলেন, ‘আমি এই বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’


সর্বশেষ সংবাদ