সড়ক দুর্ঘটনায় দুই পা ভাঙল এসএসসি পরীক্ষার্থীর

মোহনা তানজিন মৌ
মোহনা তানজিন মৌ  © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএসসি পরীক্ষার্থী মোহনা তানজিন মৌ (ডাকনাম মিষ্টি)। এই শিক্ষার্থী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ইসলামপুর পৌর শহরের মার্কাস মসজিদ সংলগ্ন সড়কে দুটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন মৌ। সংঘর্ষের পর তার দুই পা ভেঙে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোহনা তানজিন মৌ জে.জে.কে.এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। তিনি ইসলামপুর কলেজ লাইব্রেরির কর্মরত মিন্টু শরিফের কন্যা।


সর্বশেষ সংবাদ