চট্টগ্রাম সমিতি ঢাকার নতুন আহ্বায়ক রাজু, সদস্য সচিব ফরিদ

এম এ হাশেম রাজু ও ফরিদ উদ্দিন খান
এম এ হাশেম রাজু ও ফরিদ উদ্দিন খান  © ফাইল ছবি

ঢাকাস্থ চট্টগ্রাম বাসীর বৃহৎ সংগঠন ‍‘‘চট্টগ্রাম সমিতি-ঢাকা’’-এর পুরাতন কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে এম এ হাশেম রাজুকে আহ্বায়ক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খানকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়। 

ফ্যাসিবাদি শাসনামলের নানা কার্যক্রমের সাথে জড়িত থাকায় পুরাতন কমিটি নিয়ে দীর্ঘদিন অসন্তোষ বিরাজ করছিল। এমন প্রেক্ষিতে  শনিবার (১২ এপ্রিল) সমিতির জীবন সদস্যদের নিয়ে সমিতির মিলনায়তনে দিনব্যাপী এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির জীবন সদস্য প্রফেসর মুহম্মদ মুসা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ জীবনসদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে পুর্বের কমিটি বাতিল করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ছয় মাসের জন্য একটি এডহক কমিটি ঘোষণা করা হয়। সভায়  

সাধারণ সভায় বক্তব্য রাখেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান, নাছির উদ্দিন মিজান, মোঃ আরিফ, মোঃ জহির উদ্দিন পিয়াল, মোঃ হাসান আল মাহমুদ, মোহাম্মদ জাকারিয়া হোছাইন, ছাত্রনেতা নাসির উদ্দিন শাওন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবু, মঞ্জুর মোর্শেদ মামুন, আবদুর রহমান রাসেল, আবু সাদেক কাইয়ুম, মোঃ ইসমাইল, আনিসুর রহমান ও মোঃ আবু তৈয়ব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খান।

সভায় বক্তরা বলেন, বিগত ১৬ বছরে সমিতির কর্মকান্ড অগণতান্ত্রিক স্বৈরাচারি কায়দায় পরিচালিত হয়ে আসছিল। এছাড়া চট্টগ্রাম সমিতির সাবেক কিছু কর্মকর্তা ফ্যাসিস্টের দোসর হিসেবে জুলাই-আগস্টে ন্যাক্করজনক ভূমিকায় সম্পৃক্ত ছিল এবং তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্তদের অর্থ সহযোগিতা দিয়ে আসছিল। তাই ফ্যাসিস্টদের অব্যাহতি ও দেশপ্রেম উদ্ধুদ্ধের নেতৃত্বে চট্টগ্রাম সমিতি-ঢাকা পরিচালনার দাবি জনদাবিতে রুপান্তর হয়েছিল। বক্তরা নতুন আহ্বায়ক কমিটি চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নতুস গঠিত আহ্বায়ক কমিটি আগামী ১৪ এপ্রিল বাংলা নর্ববর্ষ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ভবনে সারা দিনব্যাপী ব্যর্নাঢ্য অনুষ্ঠান আয়োজন করবে বলে জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence