বাবার লাশ দাফন শেষে দাখিল পরীক্ষায় বসল মেয়ে

সাবরিয়ান ইসলাম সেতু
সাবরিয়ান ইসলাম সেতু  © টিডিসি

রাতে বাবার লাশ দাফন শেষে সকালে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঝালকাঠির কাঁঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আরবি প্রথম পত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেয় সেতু।

সাবরিয়ান ইসলাম সেতুর বাবা সিরাজুল ইসলাম ইসমাইল (৫০) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।
 
সিরাজুল ইসলাম ইসমাইল বুধবার (৯ এপ্রিল) বিকেলে ঢাকার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত ১০টা ৩০ মিনিটে জানাজা শেষে পশ্চিম আউরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন: আম গাছে ঝুলছিল কলেজ ছাত্রের মরদেহ

সিরাজুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ত্রী সাহিদা বেগম, এক কন্যা ও এক ছেলেসন্তানসহ বৃদ্ধা মা—সবাই চরম হতাশা ও কষ্টে দিন পার করছেন। স্বামীকে হারিয়ে সাহিদা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. বাদল মাহমুদ।

কাঁঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সাবরিয়ান ইসলাম সেতু মানবিক শাখার ছাত্রী হিসেবে এ বছর আমাদের মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবার মৃত্যু তার পরীক্ষা থামিয়ে দিতে পারেনি। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

শোককে শক্তিতে রূপান্তর করে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া সেতুর এই সংগ্রাম সবার মন ছুঁয়ে গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence