এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:৪৯ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১১:৪৯ PM

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন লাগা স্কুল চলতি বছরের এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্কুলের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন বলেন, ‘ কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আরো দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি কক্ষের আংশিক ক্ষতি হয়েছে।’
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কিভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’