রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু, মায়ের আহাজারি

নিহত ইয়াসিনের ছবি হাতে নিয়ে শয্যাশায়ী মা ফিরোজা বেগম
নিহত ইয়াসিনের ছবি হাতে নিয়ে শয্যাশায়ী মা ফিরোজা বেগম  © সংগৃহীত

রাশিয়ান সেনাবাহিনীর চুক্তিভিত্তিক সদস্য হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মিসাইলের আঘাতে ইয়াসিন মিয়া শেখ (২২) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। পরিবার জানিয়েছে, রাশিয়ায় থাকা তার বন্ধু মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। গত ২৭ মার্চ ইয়াসিন মারা গেলেও মঙ্গলবার (১ এপ্রিল) তার পরিবার বিষয়টি জানতে পেরেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখোলার মরিচালী গ্রামের মরহুম সাত্তার মিয়ার ছেলে ইয়াসিন শেখ। ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে কোনও পদে ছিলেন না। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার।  ৪০ শতক জমি বিক্রি করে ১৫ লাখ টাকা দিয়ে গত বছরের ২২ আগস্ট রাশিয়ায় যান ইয়াসিন। সেখানে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করতে যান। পরে অনলাইনে আবেদন করে গত ২২ ডিসেম্বর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের পর ইউক্রেন যুদ্ধে অংশ নেন।  রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় ইয়াসিনের মা ও বড় ভাইকে ঢাকায় নিয়ে অনাপত্তিপত্রে স্বাক্ষর নেয় রাশিয়া পাঠানো এজেন্সির লোকজন।

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করতেন ইয়াসিন। গত ১ মার্চ ফেসবুকে বাবার মৃত্যুবার্ষিকীতে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণা, রাশিয়ায় যাওয়া, সেনাবাহিনীতে যোগ দেওয়া ও তার স্বপ্নপূরণ নিয়ে কথা বলেন তিনি।

এদিকে ছেলের মৃত্যুর খবরে শয্যাশায়ী মা ফিরোজা বেগম। বিছানায় শুয়ে আহাজারি করতে করতে তিনি বলেন, ‘ফসলি জমি বিক্রি কইরা আর সুদে পাঁচ লাখ টাকা ঋণ কইরা আমার আদরের পোলা ইয়াসিনরে বিদেশ পাঠাইলাম সংসারের ভালো হইবো কইরা। আমার হেই পোলা রাশিয়ার সেনাদলে যোগ দিয়া যুদ্ধে মারা গেছে। এখন আমগোর সংসার চলবো কেমনে আর ঋণের টাকা দিমু কেমনে। ইউনূস সরকারের কাছে একটাই দাবি, আমার পোলার লাশটা দেশে আনুক- আর আমি পোলার মুখটা একবার দেখবার চাই।’

এ প্রসঙ্গে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান বলেন, শ্রম চুক্তিতে ইয়াসিন রাশিয়ায় যাওয়ার পর কাজ বাদ দিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু যুদ্ধে মারা গেছেন। সেখানে থাকা তার সহযোদ্ধারা জানিয়েছেন, তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। লাশ পাওয়ার সম্ভাবনা নেই। পরিবারটি যাতে ক্ষতিপূরণ পায়, সে জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার সুনন্দা সরকার প্রমা বলেন, ‘পরিবারকে আবেদন করতে বলা হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই আবেদন পাঠিয়ে ইয়াসিনের মরদেহ দেশে ফেরত আনাসহ অন্যান্য কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান বলেন, ‘বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence