২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৮ হাজারের বেশি যানবাহন পারাপার

যমুনা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ
যমুনা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ  © সংগৃহীত

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে ঘরমুখী হচ্ছে মানুষ। এতে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) সেতুটি দিয়ে ৪৮ হাজারের বেশি যানবাহন পারাপর হয়েছে।

মহাসড়ক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। 

যমুনা সেতু কর্তপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

বাংলাদশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence