কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী-সম্পাদক ওমর ফারুক

আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।  © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী উপজেলার বসুরহাট নির্ঝর কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

এ উপলক্ষে অবসরপ্রাপ্ত ১৭ জন গুণী শিক্ষক, ২১ জন কৃতি শিক্ষার্থী ও ৮ জন নবীন শিক্ষক সংবর্ধনা এবং সাড়ে তিন শতাধিক শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পরবর্তী কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নাসিম ফারুকী ও সাধারণ সম্পাদক আবদুল আলীম ভূঁইয়া সুজনের সম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামাত ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন সহ আরো অনেকে। 

নবগঠিত এই শিক্ষক সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক উম্মে কুলসুম সাথী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দক্ষিণ আশ্রয়ণ আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুদ্দিন। 

এছাড়াও কমিটিতে নির্বাহী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দক্ষিণ পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি পদে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া খানম, নির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম মজুমদার।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি উম্মে কুলসুম সাথী বলেন, “আমার পরিচয় আমি একজন শিক্ষক। দীর্ঘ ১৫ বছর যাবত আমি প্রাথমিক শিক্ষক সমিতির সাথে সম্পৃক্ত। বর্তমানে নোয়াখালী জেলা কমিটির সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছি। জেলার মান্যবর সভাপতি/সেক্রেটারি সহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমার কাজ হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, শিক্ষকের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করা। 

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবার মতপ্রকাশের স্বাধীনতা আছে,আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব ধরনের কাজ সম্পাদন করতে চাই। আমরা শিক্ষাঙ্গণকে  রাজনীতিমুক্ত করে শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যেতে হবে। শিক্ষকদের কল্যাণে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি অতীতের ন্যায় ভবিষ্যতে আরো ভালো কার্যক্রম হাতে নিবে। সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।


সর্বশেষ সংবাদ