সাড়ে ১০ লাখের ভোল মাছ একলাফে নেমে গেল সাড়ে ৩ লাখে
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:১১ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১১:১১ AM

বরগুনার পাথরঘাটায় ৩০ কেজি ওজনের একটি ভোল মাছ ১০ লাখ ৫৬ হাজার টাকায় প্রথমে বিক্রি হয়। মাছটি কোরাল ভোল পুরুষ জাত ভেবে বেশি দরে বিক্রি হয়। পরে স্ত্রী হওয়ায় দর পুনর্নির্ধারণ করে মাছটি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়। মো. আলম মিয়ার মালিকানাধীন এফবি সাইফ নামের ট্রলারে এই মাছটি ধরা পড়ে।
জেলেরা জানান, ১০ দিন আগে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফফি সাইফ নামে সমুদ্রগামী ট্রলার। সমুদ্রের ১৮০ নটিক্যাল মাইল দূরে জাল ফেলা হলে মাছটি ধরা পড়ে। পরে সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেট ওঠানো হলে আলম মার্চেন্ট এজেন্ট ফিস প্রতিষ্ঠানটি খোলা ডাকে মাছটি বিক্রি করে।
আরও পড়ুন: কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচন দেওয়া হলে মেনে নেওয়া হবে না: নাহিদ
সাইফ কোম্পানির ব্যবস্থাপক মনিরুল হক মাসুম বলেন, মাছটির ওজন হয় ৩০ কেজি ১০০ গ্রাম। মাছটি ১২ লাখ টাকা মণ দরে ১০ লাখ ৫৬ হাজার টাকায় প্রথমে বিক্রি হয়। মাছটি কোরাল ভোল পুরুষ জাত ভেবে বেশি দরে বিক্রি হয়। পরে মাছটির পেট থেকে বালিশ সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় মাছটি মা মাছ, পেটে ডিম। পরে দর পুনর্নির্ধারণ করে মাছটি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, এই মাছের ফুলকা খুব মূল্যবান ও বিদেশে চাহিদার শীর্ষে। ভোল মাছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়।