কুড়িগ্রামে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি

কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাস ও বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে মউশি শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মউশি শিক্ষক পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ আ. ছালাম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস ছাত্তার সরদার, সদর উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষিকা উম্মে সালমা প্রমুখ।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার গ্রেপ্তার

এ সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমাম, শিক্ষিত বেকার, প্রতিবন্ধী ব্যক্তিসহ যুব সমাজ ও মহিলা শিক্ষিকারা আন্তরিকতার সঙ্গে পাঠদান করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও স্বাক্ষরতার হার বৃদ্ধি, কুরআন শিক্ষা, বাল্যবিবাহ এবং মাদকসহ সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখছে।

তারা জানান, এ প্রকল্পের আওতায় কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের দিক বিবেচনাসহ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে এই প্রকল্পটিকে আউটসোর্সিংয়ের আওতাভুক্ত করা যাবে না। তাই ৮ম পর্যায়ে প্রকল্পটি নতুনভাবে রমজান মাসের মধ্যে পাস করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু রাখার দাবি জানানো হয়। এ ছাড়া ঈদুল ফিতরের পূর্বেই সব শিক্ষক-শিক্ষিকাসহ জনবলের বকেয়া বেতন পরিশোধ আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence