রাজধানীতে পরীক্ষামূলক রিকশা ট্র্যাপার স্থাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:৩৪ AM , আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১২:৩৪ AM

রাজধানীতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে ‘রিকশা ট্র্যাপার’ বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ট্র্যাপার পেরিয়ে কোনো রিকশা যেতে চাইলে লোহার খাঁজে আটকে যাবে চাকা।
শনিবার (২২ মার্চ) রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে।
বিষয়টি নিয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) মেহেদী হাসান বলেন, যেসব সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ, ওই সব সড়কে পর্যায়ক্রমে আমরা এগুলো চালু করব। পরীক্ষামূলকভাবে রমনা জোনের কিছু এলাকায় বসানো হচ্ছে। এটা ভালো একটা ডিভাইস, মৌখিকভাবে ঝগড়াঝাঁটি করার চেয়ে এটা দিয়ে রাখলে রিকশা আর যেতে পারবে না। এই ফাঁদ নতুন নয়, এর আগেও ঢাকার বিভিন্ন সড়কে এগুলো বসানো হয়েছিল। তবে লোহার খাঁজে ময়লা আবর্জনা জমে সেগুলো অকার্যকর হয়ে যায়। এগুলো স্থাপনের পর যেন নষ্ট না হয়, সে জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা সেটাও করব।