নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১০:৪২ PM

বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তালতলী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম মিঠুকে ধরে পুলিশে দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।
শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের দিকে উপজেলার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসার সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিঠুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, গত বছরের ২ অক্টোবর তালতলী থানায় দায়েরকৃত একটি মারামারির মামলায় মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।