লিখিত পরীক্ষা ছাড়াই জিসকা ফার্মায় চাকরির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৪:০৯ PM , আপডেট: ২৫ মার্চ ২০২২, ০৫:২৬ PM
জিসকা ফার্মা কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রমোশনাল অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের আগামী ২৭ ও ২৮ মার্চ তারিখে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানের নাম: জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পদের নাম: প্রমোশনাল অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
বেতন: আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। দৈনিক ও পরিবহণ খরচ দেয়া হবে। পরফরম্যান্সের উপর ভিত্তি করে ইনসেনটিভ ও বোনাসের প্রদান করা হবে। পিএফ ও গ্র্যাটুইটি সুবিধাও প্রদান করা হবে।
যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে মেডিকেল পেশাজীবীদের সঙ্গে ওষুধ নিয়ে কার্যকর যোগাযোগ বজায় রাখার দক্ষতা থাকতে হবে। ওষুধের নাম প্রেসক্রিপশনে তুলতে হবে এবং বিক্রির লক্ষমাত্রা পূরণ করতে হবে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার মহাসঙ্কটে ভারত ও চীনের অর্থ সহায়তা
বয়স: প্রার্থীর বয়স ৩০ বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট বা মাস্টার্স পাস হতে হবে। তবে প্রার্থীকে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগের হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- প্রার্থীর মেডিকেল বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
- যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
- যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
- শুধুমাত্র সাক্ষাৎকার থেকেই প্রার্থীদেরকে চাকরিতে নিয়োগের জন্য নির্বাচন করা হবে।
সাক্ষাৎকারের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপিসহ সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করবেন নিচের ঠিকানায়।
আরও পড়ুন: টানা ৪র্থ দিনের মত অবস্থান কর্মসূচিতে প্রতিবন্ধীদের স্কুলের শিক্ষকরা
ঢাকা: নুরুল টাওয়ার(৪র্থ তলা),৩৪ পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০। ফোন: ০১৬৭৫৩২৮৯০৮
চট্টগ্রাম: ইসলাম নিবাস, ১১৪৮/এ, জাকির হোসাইন রোড, ইস্ট নাসিরাবাদ,চট্টগ্রাম-৪০০০। ফোন: ০১৩১৩৩৬০১১৫
সিলেট: কোরেশী হাউজ, হাইজ নম্বর -২০, পল্লবী-ডি, আর/এ, রাগিব রাবেয়া মেডিকেল রোড ওয়েস্ট পাঠানটোলা, সিলেট। ফোন: ০১৩১৩৩৬০১১৭
রাজশাহী: হোল্ডিং নম্বর ২৭২, সেকশন নম্বর ২, উপশহর, হাউজিং স্টেট, রাজশাহী। ফোন: ০১৩১৩৩৬০১১৫
রংপুর: হাইজ নম্বর -৩৭, রোড নম্বর -১, নিউ ক্রসরোড গুপ্তপাড়া, জাহাজ কোম্পানির মোড়( হোটেল গ্রান্ড প্যালেসের কাছে), রংপর। ফোন: ০১৩১৩৩৬০১১৬
জিসকা ফার্মাসিউটিক্যালস সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
সাক্ষাৎকারের সময়: আগামী ২৭ ও ২৮ মার্চ সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।