সাত ব্যাংকের ২৪৭৮ অফিসার পদের প্রিলি ২১ জানুয়ারি

২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার’ পদের এমসিকিউ পরীক্ষা
২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার’ পদের এমসিকিউ পরীক্ষা  © টিডিসি ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকের ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার’ পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী, জনতা, বিডিবিএল, রূপালী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বিকেবি, রাকাব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের  অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ওই দিন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষা সচিব করোনায় আক্রান্ত

এই সাতটি ব্যাংকে মোট শূন্য পদ ২ হাজার ৪৭৮টি। এর মধ্যে সোনালী ৭৫৮টি, জনতা ১২১টি , বিডিবিএল ৩টি  রূপালী ৬৯টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ৫৭টি, বিকেবি ১৪৪০টি, রাকাব ৩টি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে ২৭টি শূন্য পদ রয়েছে।

প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। প্রার্থীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence