বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে আইডিবি-বিআইএসইডব্লিউ, বয়স ১৮ হলেই আবেদন

বিনা মূল্যে আইডিবি-বিআইএসইডব্লিউয়ের ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই
বিনা মূল্যে আইডিবি-বিআইএসইডব্লিউয়ের ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই   © সংগৃহীত

দরিদ্র যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ছয় মাস মেয়াদি বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করেছে। বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (বিআইএসইডব্লিউ) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। আইডিবি গত ১১ বছর ধরে বিভিন্ন ট্রেডে ভোকেশনাল স্কলারশিপের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছে। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুবক-যুবতীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।

এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করা। এছাড়া এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন। 

যেসব কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে—

*ইলেকট্রিক্যাল ওয়ার্কস;

*ইলেকট্রনিকস;

*রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;

*ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;

*মেশিনিস্ট;

সুযোগ-সুবিধা—

*ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ; 

*থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;

*প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ; 

*চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ; 

*চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;

আবেদনের যোগ্যতা—

*শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

*সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে;

*১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে পারবেন;

*একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;

*জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;

*বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যারা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে);

প্রয়োজনীয় নথিপত্র—

*জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;

*ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মোবাইল নম্বরের ঘরে লিখতে হবে; 

*পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;

*প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;

*ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।   

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ