জজ কোর্টে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
চাকরিপ্রার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

নাটোর জজ কোর্টের পাঁচটি পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। নাটোরের এন এএস সরকারি কলেজে এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নাটোর জজ কোর্টের সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেঞ্চ সহকারী/নাজির/ অফিস সহকারী কাম অপারেটর, জারিকারক এবং অফিস সহায়ক পদে সব মিলিয়ে ৩৪ পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের অভিযোগ, বেশ কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষার হলে উত্তরপত্র লিখে নিয়ে প্রবেশ করেন। উত্তরপত্র দেখে তারা পরীক্ষার মূল খাতায় উত্তর লেখেন। তারা আগেই প্রশ্ন পেয়েছেন। প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উত্তরপত্র দেখে লেখার ঘটনায় একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

লিটন সরকার নামে একজন পরীক্ষার্থী বলেন, টাকা খরচ করে দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে তারা নাটোরে গিয়েছিলেন। তবে অনেক পরীক্ষার্থী উত্তরপত্র দেখে দেখে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা সুষ্ঠু হয়নি। পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে।

এ বিষয়ে নাটোর এন এএস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী মির্জা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল কেউ যেন কোনো প্রকার ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে না পারেন বা অন্য কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারেন সেটি নিশ্চিত করা। বাকি ব্যবস্থাপনা করেছেন জজ কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা।’


সর্বশেষ সংবাদ