সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কোর্সে নারী কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে
আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কোর্সে নারী কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৪১তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কোর্সে নারী কর্মী নিয়োগে শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ১ মার্চ পর্যন্ত। আগ্র্রহী প্রার্থীদের আগামী ১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের বিবরণ: আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস; 

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: সরকার নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন প্রাপ্য হবেন;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*বাসস্থান সুবিধা;

*চিকিৎসা সুবিধা;

*সন্তানদের পড়াশোনার খরচ;

*উচ্চতর প্রশিক্ষণের সুযোগ;

আর পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

আবেদনের যোগ্যতা—

*এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে নার্সিংয়ে বিএসসি ডিগ্রি ও ইন্টার্নশীপ সম্পন্নকারী হতে হবে;

*শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন;

আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি: ফি বাবদ মোট ১০০০ টাকা পাঠাতে হবে;

প্রার্থীর বয়স: অনুর্ধ্ব ২৬ বছর (১ জুলাই ২০২৫ তারিখে) হতে হবে;

বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

শারীরিক যোগ্যতা—

উচ্চতা: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি);

ওজন: ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড);

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার);

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে;

আরও পড়ুন: বিমানবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন ১ ফেব্রুয়ারি থেকে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

নির্বাচন পদ্ধতি—

লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের ওপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ৭ মার্চ ২০২৫ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে;

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২৫-২৭ মে ২০২৫ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সব পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূলকপি (এসএসসি, এইচএসসি, নার্সিংয়ে বিএসসি  ও ইন্টার্নশিপ সনদ) এবং কল-আপ লেটার প্রদর্শন করতে হবে;

চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে;

চুড়ান্ত নির্বাচন ও যোগদান—

সব পরীক্ষায় যোগ্যতা অর্জন করা প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা ও পরবর্তীতে যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ মার্চ ২০২৫;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—


সর্বশেষ সংবাদ