এসএমসিতে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানান সুবিধা

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে   © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র এক্সিকিউটিভ, রুট টু মার্কেট (আরটিএম)’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড;

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, রুট টু মার্কেট (আরটিএম);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ৫০০০০-৬০০০০ বেতনে চাকরি জাগো ফাউন্ডেশনে, সাপ্তাহিক ছুটি ২ দিন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*গোষ্ঠী জীবনবিমা;

*হেলথ কেয়ার স্কিম;

*ইনসেনটিভ;

*লভ্যাংশ বোনাস;

*উৎসব ভাতা;

*অর্জিত ছুটি নগদায়ন;

আরও পড়ুন: নাবিল গ্রুপে চাকরি, আবেদনের সুযোগ স্নাতকেই

বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সেলসে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (হেড অফিসের ব্যাক অফিস সেলস টিমে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে);

*অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে;

*সেলস রিপোর্ট প্রস্তুত করণে দক্ষ হতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ