চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন নির্ধারিত ফরমে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ, অনুষদ, হল ও দপ্তরে ১৮ ক্যাটাগরির পদে ২০ কর্মী নিয়োগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব);
পদসংখ্যা: ২টি;
যে বিভাগে নিয়োগ: চিকিৎসাকেন্দ্র;
বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
২. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;
যে বিভাগে নিয়োগ: রেজিস্ট্রারের দপ্তর;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাজে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: সহকারী হিসাবরক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;
যে বিভাগে নিয়োগ: চিকিৎসাকেন্দ্র;
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব-নিকাশের কাজে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
৪. পদের নাম: পেশ ইমাম;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা;
যে হলে নিয়োগ: শাহ আমানত হল;
আবেদনের যোগ্যতা—
*আলিম পাস ও ক্বারি হতে হবে;
*বাংলা ভাষায় অভিজ্ঞতাসহ সুন্দর কণ্ঠের অধিকারী হতে হবে;
৫. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে দপ্তরে নিয়োগ: সহ-উপাচার্যের দপ্তর;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে দপ্তরে নিয়োগ: পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
৭. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে হলে নিয়োগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
৮. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে হলে নিয়োগ: অতীশ দীপংকর শ্রীজ্ঞান হল;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
৯. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে বিভাগে নিয়োগ: নজরুল গবেষণাকেন্দ্র;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১০. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে বিভাগে নিয়োগ: অর্থনীতি বিভাগ;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১১. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে বিভাগে নিয়োগ: প্রাণিবিদ্যা বিভাগ;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১২. পদের নাম: নিম্নমান সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে বিভাগে নিয়োগ: পালি বিভাগ;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৪৫ শব্দ হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১৩. পদের নাম: ড্রেসার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে দপ্তরে নিয়োগ: চিকিৎসাকেন্দ্র;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি পাস হতেহবে;
*ড্রেসারের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১৪. পদের নাম: গ্রন্থাগার সহকারী গ্রেড–২;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে দপ্তরে নিয়োগ: গ্রন্থাগার দপ্তর;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*অফিসের কাজে এক বছরের অভিজ্ঞতা অথবা গ্রন্থাগারবিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১৫. পদের নাম: গ্রন্থাগার সহকারী গ্রেড-২;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে হলে নিয়োগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*অফিসের কাজে এক বছরের অভিজ্ঞতা অথবা গ্রন্থাগারবিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১৬. পদের নাম: ফটোকপিয়ার টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে দপ্তরে নিয়োগ: রেজিস্ট্রার দপ্তর;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল ফটোকপি মেশিনসহ সব ধরনের ফটোকপি মেশিন মেরামতের কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১৭. পদের নাম: মেল নার্স;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে দপ্তরে নিয়োগ: চিকিৎসাকেন্দ্র;
আবেদনের যোগ্যতা—
*তিন থেকে চার বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমাসহ এসএসসি পাস অথবা এক বছরের ডিপ্লোমাসহ এইচএসসি পাস হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
১৮. পদের নাম: কেয়ারটেকার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
যে হলে নিয়োগ: শাহজালাল হল;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*আবাসিক হলের তত্ত্বাবধানে ও আসবাবপত্র রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে;
*এমএস ওয়ার্ড, এক্সেল কোর্সসহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে;
দরকারি কাগজপত্র—
*সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি;
*শিক্ষাগত যোগ্যতার সব সনদ;
*অভিজ্ঞতার সনদ;
*কম্পিউটার প্রশিক্ষণের সনদ;
*জাতীয় পরিচয়পত্র;
*জন্মনিবন্ধন সনদ ও জাতীয়তা সনদের ফটোকপির সত্যায়িত কপি;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে নমুনা ফরম সংগ্রহ করে তা পূরণের পর দরকারি কাগজপত্রসহ ৬ কপি দরখাস্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে;
আবেদন ফি—
অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম—ঠিকানায় আবেদন ফি বাবদ ৪০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জানুয়ারি ২০২৫;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।