৪০ কর্মী নেবে বেসরকারি উন্নয়ন সংস্থা, দেবে আবাসন সুবিধাও

এসএআরপিভি নেবে ৪০ কর্মী
এসএআরপিভি নেবে ৪০ কর্মী  © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি)। সংস্থাটি সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলায়  ৩ ক্যাটাগরির পদে ৪০ কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরাসরি বা  ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি);

১. পদের নাম: শাখা ব্যবস্থাপক;

পদসংখ্যা: ১০টি;

বেতন: শিক্ষানবিশকালে ৩৫,১০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ৩৯,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক (সম্মান বা পাস) ডিগ্রি থাকতে হবে;

*পিকেএসএফের সহযোগী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

২. পদের নাম: মাঠ কর্মকর্তা;

পদসংখ্যা: ১৫টি;

বেতন: শিক্ষানবিশকালে ২৪,৩০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ২৭,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: জুনিয়র মাঠ কর্মকর্তা;

পদসংখ্যা: ১৫টি;

বেতন: শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর২৫,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা (সব পদের ক্ষেত্রে)

*বিনা মূল্যে আবাসন সুবিধা;

*প্রতিদিন দুপুরের খাবারের ভাতা;

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*বৈশাখী ভাতা;

*ইনসেন্টিভ; 

*জরুরি চিকিৎসা ভাতা;

*বছরে উৎসব বোনাস ২টি;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*মোবাইল বিল;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (ফোন নম্বর ও ২ ব্যক্তির রেফারেন্সসহ), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সরাসরি বা ডাকযোগে অথবা, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র মানবসম্পদ বিভাগ, সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচি, এসএআরপিভি কমপ্লেক্স, হোল্ডিং নম্বর-২৭৭, ভরামুহুরী, চকরিয়া পৌরসভা, চকরিয়া বরাবর পাঠাতে হবে;

শর্তাবলি

*নিজস্ব মোটরসাইকেল দ্বারা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে (মোটরসাইকেলের বিল প্রতিষ্ঠান দেবে);

*সব কর্মীকে স্ব-স্ব পদের জন্য ১ মাসের বেতনের সমপরিমাণ অর্থ জামানত হিসেবে প্রদান করতে হবে (চাকরি শেষে জামানত মুনাফাসহ ফেরতযোগ্য)

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

4e406441-7436-4cca-98f6-5997ee857d5b

 


সর্বশেষ সংবাদ