চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে: হাসনাত আবদুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ PM
চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেছেন হাসনাত।
ফেসবুক পোস্টে সরকারকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান এই সমন্বয়ক। তিনি লেখেন, ‘চাকরির আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহন করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ (DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোন স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০টাকা।’
অতিরিক্ত আবেদন ফির সমালোচনা করে হাসনাত লেখেন, ‘এগুলো বেকারদের সাথে প্রহসন। চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনভাবেই গ্রহনযোগ্য নয়।’