৩৫ প্রত্যাশীদের রাস্তা অবরোধ, মিন্টো রোড ঘিরে তীব্র যানজট 

৩৫ প্রত্যাশীদের রাস্তা অবরোধ
৩৫ প্রত্যাশীদের রাস্তা অবরোধ  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের হেয়ার রোডে অবস্থান নিয়েছেন। ফলে মিন্টো রোড থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। যার কারণে আশে পাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। 

সরজমিনে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হেয়ার রোড ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

রাস্তা বন্ধ থাকার ফলে কাকরাইল মোড় থেকে মিন্টো রোড হয়ে ইন্টারকন্টিনেন্টাল সিগনালে আসার যানবাহনগুলো প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে এসে মিন্টো রোড হয়ে ইন্টারকন্টিনেন্টাল সিগনালে আসতে হচ্ছে। এতে করে মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনের সড়ক, মগবাজার সড়ক ও শাহবাগ সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

এছাড়াও যেসব যানবাহন ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার কথা সেই সব যানবাহনগুলোকে মিন্টো রোড ঘুরে যেতে হচ্ছে। ফলে মিন্টো রোডে গাড়ির চাপ বেড়েছে। 

এর আগে দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেট দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। এসময় চাকরিপ্রত্যাশীরা ‘উই ওয়ান্ট নো এজ লিমিট’, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, ‘শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বয়সসীমা উন্মুক্ত চাই’, ‘বৈষম্যবিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই’-ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে সমাবেশে অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের। এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর  সাতদিনের আল্টিমেটামসহ কয়েক দফা মহাসমাবেশ করেছেন তারা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence